Home / চাঁদপুর / বজ্রপাতে চাঁদপুরে জনতা ব্যাংক জেনারেটর থেকে আগুন
Fire-2
প্রতীকী ছবি

বজ্রপাতে চাঁদপুরে জনতা ব্যাংক জেনারেটর থেকে আগুন

বজ্রপাতে চাঁদপুর শহরের জোড়পুকুর পাড় জনতা ব্যাংকে জেনারেটর থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১২ জুন) এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের দক্ষতায় সাথে সাথে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে করে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে জনতা ব্যাংক এমনটাই মন্তব্য করেছেন ব্যাংক সংশ্লিষ্টরা।
জানা যায়, গত বজ্রপাতের বিকট শব্দের সাথে সাথে ব্যাংকের ভেতরের কক্ষে থাকা জেনারেটরটিতে আগুন ধরে যায়।

মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। এ সময় আশপাশে থাকা চেয়ার টেবিল পুড়ে যায়। ব্যাংকের ম্যানেজার নিধির চন্দ্র এ সময় ব্যাংকে প্রবেশ করার সাথে সাথে তাকে আগুন লাগার বিষয়টি অফিস সহকারী জানায়।

তিনি চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং সাথে সাথে অন্যান্যের সহায়তায় পানি এবং বালির সহায়তায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরবর্তীতে চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়।

এ সময় ব্যাংকে আগত অন্যান্য লোকজন বলতে থাকে, ‘বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেলো জনতা ব্যাংক।’

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ সময় ০৩:০০ এএম, ১৪ জুন ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply