Home / শীর্ষ সংবাদ / বজ্রপাতের শব্দে মায়ের কোলে আশ্রয়, সেখানেই শিশুর মৃত্যু
বজ্রপাতের

বজ্রপাতের শব্দে মায়ের কোলে আশ্রয়, সেখানেই শিশুর মৃত্যু

বজ্রপাতের শব্দের আতঙ্কে মারা যায় শিশু শায়েরা বিনতে শরীফ (১০)। শনিবার দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জের ৭নম্বর বড়কুল সোনাইমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শায়েরা ওই গ্রামের সফিক মোল্লার মেয়ে।

শিশুটির পরিবারের সদস্যরা জানায়, দুপরে বৃষ্টির মধ্যে শায়েরা বাড়ির ছাদে যায় গোসল করতে। এ সময় বিকট শব্দে বজ্রপাতের ঘটনা ঘটে। ভয় পেয়ে সে দৌড়ে নিচে নেমে মাকে জড়িয়ে ধরে। মায়ের কোলেই কাঁপতে কাঁপতে শায়েরা মৃত্যুর কোলে ঢলে পড়ে।

পরে শিশুটিকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ জানান, বজ্রপাতের শব্দে এক শিশু মারা গেছে, এমন বিষয় স্থানীয়রা মুঠোফোনে তাকে জানিয়েছে।

হাজীগঞ্জ করেসপন্ডেট