শীর্ষ সংবাদ

বছরের প্রথম দিন বই দিতে পারা বড় সাফল্য : জেলা প্রশাসক

চাঁদপুর জেলা প্রশাসক মো.মাজেদুর রহমান খান বলেছেন, ‘আশা করি আমাদের শিক্ষার্থীরা নতুন বছরে নতুন ভাবে এগিয়ে যাবে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বই দিতে পারা একটি বড় সাফল্য। আগামি কয়েক বছরের মধ্যে আমাদের শিক্ষার্থীদের উন্নত দেশের ন্যায় ডিজিটাল পদ্ধতিতে বই দেয়া হবে। বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যার ফলে শিক্ষাখাতে এ আমূল পরিবর্তন হয়েছে।’

জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে মঙ্গলবার (১ জানুয়ারি) পর পর ১০ টি বিদ্যালয়ের বই বিতরণ উৎসব উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষা অফিসার দেলোয়ার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসবে বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মো.মঈনুল হাসান, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হাসিনা ইয়াছমিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক ইসমত আরা শাফি বন্যা।

অতিথিবৃন্দ ১০ টি সরকারি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। প্রতিষ্ঠানগুলো হলো : হাসান আলী , বিষ্ণুদী আজিমিয়া , রেলওয়ে আক্কাস আলী, সর্দার খান , বালক সরকারি , আদর্শ সরকারি , রেলওয়ে স্কেভেঞ্জার্স, লেডী দেহলভী ও কেজি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

চাঁদপুর টাইমস রিপোর্ট
১ জানুয়ারি , ২০১৯ মঙ্গলবার

Share