বছরের প্রথম দিনে বই আওয়ামী লীগের বড় সাফল্য : সাংসদ রুহুল

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যপুস্তক তুলে দেয়া আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সাফল্য।

১ জানুয়ারি মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় আয়োজিত বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল বলেন, নতুন বছরের প্রথম দিনে সারা দেশের স্কুলগুলোতে নতুন বই তুলে দেয়ার উচ্ছাসে আনন্দে মেতে উঠেছে শিক্ষার্থীরা। শেখ হাসিনা সরকার যথাসময়ে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তুক তুলে দেয়ার কারণে দেশে শিক্ষার হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন আর দেশে নিরক্ষরতা নেই। বিগত ২০১০ থেকে ২০২০ শিক্ষাবর্ষে মোট ৪৩ কোটি ১৯ লাখ ২৭ হাজার ৭৩৯ জন শিক্ষার্থীদের মধ্যে ৩৩১ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৩৬৯টি বই বিনামূলে বিতরণ করা হয়।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গত কয়েক বছর ধরেই প্রাক-প্রাথমিক স্তর থেকে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ করে আসছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজাহের হোসেনের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি এ.এইচ.এম গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক বি.এইচ.এম কবির আহম্মেদ, পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার রুনু, থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রহিম খান।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন। পরে বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে পাঠ্যপুস্তক তুলে দেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথিবৃন্দ। অনুষ্ঠানের পূর্বে অতিথিবৃন্দদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক

Share