বছরজুড়ে সড়কে ঝরেছে প্রায় ১০ হাজার প্রাণ

সারাদেশে ৬ হাজার ৭৪৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ৯৫১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১২ হাজার ৩৫৬ জন। এছাড়া রেলপথে ৬০৬টি দুর্ঘটনায় ৫৫০ জন নিহত এবং ২০১ জন আহত হন। নৌ-পথে ২৬২টি দুর্ঘটনায় ৩৫৭ জন নিহত ও ৩৫৭ জন আহত ছাড়াও ৭৪৩ জন নিখোঁজ হয়েছেন।

সড়ক, রেল ও নৌ-পথে মোট ৭ হাজার ৬১৭টি দুর্ঘটনায় ১০ হাজার ৮৫৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ১২ হাজার ৮৭৫ জন।

সোমবার (২ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের বার্ষিক পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ-পথে দুর্ঘটনার সংবাদ মনিটরিং করে প্রতি বছরের ধারাবাহিকতায় এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, ২০২২ সালে যে হতাহত হয়েছে, এ সংখ্যা গত ৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

প্রতিবেদন অনুযায়ী, সড়ক দুর্ঘটনার শিকার ব্যক্তিদের মধ্যে ৩ হাজার ৯০ জন চালক, ১ হাজার ৫০৩ জন পথচারী, ৭৪২ জন পরিবহন শ্রমিক, ৮৮৫ জন শিক্ষার্থী, ১৩২ জন শিক্ষক, ২৮৩ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, ১ হাজার ১৫০ জন নারী, ৭৯৪ জন শিশু, ৪৪ জন সাংবাদিক, ৩১ জন চিকিৎসক, ১৮ জন বীর মুক্তিযোদ্ধা, ৫ জন শিল্পী, ৯ জন আইনজীবী, ২৯ জন প্রকৌশলী ও ১৬৮ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীর পরিচয় মিলেছে।

নিহত ১১৪ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ২৭ জন সেনা সদস্য, ৬২ জন পুলিশ, ২ জন র‍্যাবের, ৯ জন বিজিবির, ৫ জন নৌ-বাহিনীর, ৮ জন আনসারের, ২ জন ডিজিএফআইয়ের, একজন বিমানবাহিনীর, একজন সিআইডির ও একজন এনএসআইর সদস্য।

২ জানুয়ারি ২০২৩
এজি

Share