কক্সবাজারের সেন্টমার্টিনসের কাছে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর এ পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো বহু নিখোঁজ রয়েছে। আর জীবিত উদ্ধার করা হয়েছে ৬৩ জনকে। হতাহত ও নিখোঁজরা সবাই রোহিঙ্গা বলে জানা গেছে।
কোস্টগার্ড সূত্র জানায়, মালয়েশিয়াগামী ট্রলারটিতে শতাধিক রোহিঙ্গা ছিল। তাদেরকে তোলা হয়েছিল টেকনাফের শাহপরীর ঘাট থেকে।
রাত ২টার দিকে ট্রলারটি ছাড়ে মালয়েশিয়ার উদ্দেশে। সেন্টামার্টিনস দ্বীপের কাছাকাছি গিয়ে ট্রলারটি ডুবে যায়। অতিরিক্ত বোঝাইয়ের কারণে এ ট্রলারডুবির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নৌ-বাহিনী ও কোস্টগার্ড সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে সূত্র জানিয়েছে।
বার্তা কক্ষ,১১ ফেব্রুয়ারি ২০২০