বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের উদ্যোগে সভা, সাংস্কৃতিক ও বর্ণাঢ্য অনুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বঙ্গমাতা কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের আয়োজনে আগামী শনিবার (৩০ সেপ্টম্বর) বিকালে ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ অনুষ্ঠানের উদ্বোধন করবেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রধান উপদেষ্টা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু এমপি।

বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট কথা সাহিত্যিক শেখ শাহ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন,সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক,বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. জাহাঙ্গীর আলম,জাতীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক শ্যামল দত্ত,চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন।

উক্ত অনুষ্ঠানে যথাসময়ে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সকল সদস্যবৃন্দ ও অতিথিদের অনুষ্ঠান স্থলে যোগদান করতে বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক অনুপ কুমার বড়ুয়া ও সাংগঠনিক সম্পাদক কচুয়ার কৃতি সন্তান নাছির উদ্দিন প্রধান বিশেষ ভাবে অনুরোধ করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৮ সেপ্টেম্বর ২০২৩

Share