হাজীগঞ্জ পাইলট বাউবিতে বঙ্গবন্ধু’র ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কর্মসুচি পালন

চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশের স্বপ্নদৃষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের কর্মসুচি পালন করা হয়েছে ।

মঙ্গলবার সকার ১০ টায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে । কর্মসুচি ছিল-শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ভাষণ , চিত্রাংকন , কবিতা আবৃতি ও ক্যুইজ প্রতিযোগিতা এবং সব শেষে বঙ্গবন্ধুর ভাষণের ওপর আলোচনা ও পুরস্কার বিতরণ ।

প্রধানশিক্ষক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ আহমেদ খসরু । বিশেষ অতিথি ছিলেন-অভিভাবক সদস্য জাকির হোসেন, বিল্লাল হোসেন,মহিবুল ইসলাম, মোস্তাফিজুর রহমান সুজন,রাবেয়া আক্তার ও সাংবাদিক মনির মুন্সী ।

অনুষ্ঠানটি উপস্থাপন করেন সিনিয়র শিক্ষক মো.আকবর হোসেন । অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় ১ম ,২য় ও ৩য় স্থান অর্জনকারীদের মহামূল্যবান বই প্রদান করা হয়েছে ।

প্রাণবন্ত এ অনুষ্ঠানে সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

আবদুল গনি
৭ মার্চ ২০২৩

Share