চাঁদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয় ।
২১ সেপ্টেম্বর চাঁদপুর স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশন,জাতীয় পতাকা উত্তোলন,শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলার ৮ উপজেলায় ১ হাজার ১৫৬টি দল অংশগ্রহণ শেষে জেলা পর্যায় ১৬ টি দল অংশগ্রহণ করবে।
সারাদেশে ২২লাখ শিক্ষার্থী এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে।
জেলা শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক সিদ্দিকীর সভাপতিত্বে ও চাঁদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসমত আরা শাফি বন্যার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো.মিলন মাহমুদ বিপিএম (বার),স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা.সৈয়দা বদরুননাহার চৌধুরী,প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমুখ।
উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহম্মেদ,চাঁদপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ পাটওয়ারী,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুসহ অংশগ্রহণকারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
২৪ সেপ্টেম্বর ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur