Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মুন্সিরহাট কলেজ ও স্কুলে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন
MANSHER-HAT

মুন্সিরহাট কলেজ ও স্কুলে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও শিশু দিবস পালন

মতলব দক্ষিণ উপজেলার মুন্সিরহাট কলেজে জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্ম জন্মবার্ষিকী পালিত হয়।

অধ্যক্ষ এম এ মালেকের সভাপতিত্বে বেলা সাড়ে দশটায় মুন্সীরহাট কলেজ মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও জাতীয় শিশু দিবসের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা খান।

সকাল ১০টা থেকে কর্মসূচির মধ্যে ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন নিয়ে আলোচনা সভা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,কবিতা আবৃতি,দেশের গান,রচনা প্রতিযোগিতা ও বক্তৃতা ।

অন্যান্যের আলোচনা বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা খান,সহকারী অধ্যাপক তাজুল ইসলাম খান,সহকারী অধ্যাপক ফারুক আহমেদ মিজি ।

অনুষ্ঠানে অভিভাবক সদস্য,শিক্ষক-শিক্ষিকাগণ,একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এদিকে মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

 MANSHER-HAT-2

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তফা কামাল রনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো.সাখাওয়াত হোসেন ।

অনুষ্ঠানের মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান,দেয়াল পত্রিকার উদ্বোধন,আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও কেক কাটা। অনুষ্ঠানে স্কুলের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মুন্সীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা,কোমলমতি শিশুদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা ও দোয়ার আয়োজন করা হয়েছে বলে প্রধানশিক্ষক মো.মমিনুল হক মাল জানান।

আবদুল গনি
১৭ মার্চ ২০২২