চাঁদপুর পৌর ১২ নং ওয়ার্ডের দক্ষিণ বিষ্ণুদী বঙ্গবন্ধু সড়কস্থ মোহাম্মদীয়া জামে মসজিদ ও শাহী ঈদগাহ মাঠে শনিবার (১৬ জুন) সকাল ৮ টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য বছর একটি জামাত হলেও এবার বৈরী আবহাওয়ায় দুটি জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৮টায় প্রথম জামাতে ইমামতি করেন, চাঁদপুর সদর উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি কেফায়েত উল্যাহ। এরপর সকাল পৌনে ৯টায় ২য় জামাতে ইমামতি করেন বঙ্গবন্ধু সড়ক হাজী বাড়ি মোহাম্মদীয় জামে মসজিদের খতিব মাওলানা রিয়াছাত আলী। নামাজ শেষে তারা দেশ ও জাতীর মঙ্গল কামনায় বিশেষ দোয়া করেন।
এসময় উপস্থিত ছিলেন, হাজী বাড়ি মোহাম্মদীয়া জামে মসজিদ ও শাহী ঈদগাহ কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন মিজি, অ্যাড. আবুল কালাম, সাধারণ সম্পাদক ওয়ালী উল্যাহ পলাশ, সহ-সাধারণ সম্পাদক ও ১২ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আকবর হোসেন বাসু, ওয়ার্ড যুবলীগের সহ- সভাপতি শাহআলম খলিফা, সাংগঠনিক সম্পাদক হযরত আলী রিপন, শহর ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন মিয়াজী আমানসহ এলাকার মুরব্বীগন।
প্রসঙ্গত, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজীর সার্বিক তত্বাবধানে ১৯৭৯ সাল থেকে দীর্ঘ ৩৯ বছর যাবৎ দক্ষিণ বিষ্ণুদী বঙ্গবন্ধু সড়ক মোহাম্মদী জামে মসজিদ ও শাহী ঈদগাহ মাঠে প্রতিবছর ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে আসছে ।
প্রতিবেদক : কবির হোসেন মিজি