Friday, 26 June, 2015 05:43:36 AM
এম এ আকিব :
চাঁদপুরে বৃহস্পতিবার সন্ধ্যা হতে বিরামহীন বৃষ্টিতে শহরের বঙ্গবন্ধু সড়কটির বিভিন্ন স্থান ধসে যেতে শুরু করেছে। ধস ঠেকাতে স্থানীয়রা রাস্তাটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
ভোর রাতে সরেজমিনে ঘুরে দেখা যায়, বঙ্গবন্ধু সড়কটির মিশন রোড থেকে শুরু করে দর্জিঘাট পর্যন্ত বিস্তৃত এলাকা জুড়ে পানি আটকা পড়েছে। সড়কটির পাশ দিয়ে আলাদা কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সড়কটির উপর দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, আর সেখানে উৎসুক জনতা উল্লাস করে মাছ ধরছে। সেহেরী শেষে স্থানীয় মুসল্লিরা নামাজ পড়তে বেরিয়ে রাস্তার এমন বেহালদশা দেখে গাছের গুড়ি ফেলে সাময়ীকভাবে রাস্তাটি বন্ধ করে দেয়।

ক্ষোভ প্রকাশ করে স্থানীয়রা চাঁদপুর টাইমসকে জানান, পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না করেই অপরিকল্পিতভাবে রাস্তাটি করা হয়েছে। ফলে প্রতি বছর বর্ষা মৌসুমে এমন দৃশ্য দেখতে হচ্ছে। এ ছাড়াও এ এলাকায় অধিক হারে আবাসন গড়ে ওঠায় পানি নামার ছোট ছোট খালগুলোও ভরাট হয়ে গেছে। যার ফলে স্থায়ী জলাবদ্ধতা দেখা দিয়েছে। তাদের আশঙ্কা দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে বঙ্গবন্ধু সড়কটি বিভিন্ন স্থান ধসে পড়তে পারে এবং যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে।
উল্লেখ্য বৃহস্পতিবার রাত ৯টা হতে ১২টা পর্যন্ত টানা ৩ঘন্টায় ১শ’ ৫০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রেকর্ড পরিমান এ বৃষ্টি চলতি বছর সর্বোচ্চ বলে চাঁদপুর আবহাওয়া অফিস জানিয়েছে। তবে ধারণা করা হচ্ছে সাম্প্রতিককালের রেকর্ডে এটিই সর্বোচ্চ বৃষ্টিপাত। এর আগে বুধবার রাত ৯টা হতে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ১শ’ ৩৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছিলো।

চাঁদপুর টাইমস : এমএএ/ডিএইচ/২০১৫
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur