চাঁদপুর শহরের দক্ষিণ বিষ্ণুদি বঙ্গবন্ধু সড়কে হাজী বাড়ির দক্ষিণ পার্শ্বের বেপারি বাড়িতে বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে পানিতে ডুবে একই বাড়ির দু’শিশুর করুন মৃত্যু হয়েছে।
নিহত দু’শিশু কাশেম বেপারীর শিশুকন্যা নিহা (৫) ও ভাড়াটিয়া মোস্তফা মিয়ার কন্যা রিনা আক্তার (৬)। এ ঘটনায় বাড়ির সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এলাকাবাসী জানায় ওই দুই শিশুকন্যা নিহা ও রিনা দুজন দুপুরে বাড়ির পাশের ক্ষেতের পানিতে গোসল করতে নামে। গোসলের ছলে খেলা করতে করতে একসময় তারা ক্ষেতের পাশের ডোবার পানিতে চলে যায়। ডোবাটি গভীর হওয়ায় তারা দুজন সাতার না জানাতে পানির নিচে তলিয়ে যায়।
এদিকে পরিবারের লোকজন তাদেরকে অনেক্ষণ দেখতে না পেয়ে বাড়ির আশে পাশে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুজির পর ক্ষেতের স্থানে তাদের জামা কাপড় দেখতে পেয়ে পানিতে নেমে তাদের খুঁজতে থাকে। পরে ওই ডোবার পানির নিচ থেকে উদ্ধার করা হয়।
স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে তাৎক্ষনিক চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।