জোায়ারের পানির নিচে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়ক। এ কারণে দুর্ভোগে পড়েছে ওই এলাকার মানুষজন। জানযায়, গত ক’দিন আগে থেকে ডাকাতিয়া নদীর পানি বেড়ে গিয়ে প্রতিদিন বিকেলে জোয়ার পানি বঙ্গবন্ধু সড়কের ওপরে উঠে যায়।
আর ওই জোয়ারের পানির নিচেই তলিয়ে যায় সড়কটি। এর ফলে ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সরজমিনে দেখা যায়, মিশন রোড থেকে শুরু করে চাঁদপুর-রায়পুর সড়কস্থ ওয়্যারলেস পর্যন্ত বঙ্গবন্ধু সড়কটির অবস্থান। সড়কের দর্জিঘাট ভূঁইয়া বাড়ি হতে মিশন রোড মিজান খানের বিল্ডিং পর্যন্ত ৫-৬ দিন ধরে জোয়ারের পানি উঠতে দেখা যায়।
স্থানীয় এলাকার রিপন বেপারী, ফারুক বেপারী, রাসেল মিজি, মমিন বেপারী, আকবর হোসেন বাসু, আবুল মোল্লাসহ একাধিক ব্যাক্তি জানায়, গত ১৪ আগস্ট দিবাগত রাতের টানা ভারি বৃষ্টিতে ওই এলাকায় বন্যার পানির মতো বিশাল এলাকা জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
তার একদিন পরে বৃষ্টির ওই পানি বঙ্গবন্ধু সড়কের পাশে থাকা লেকে নেমে পড়ে এবং তা’ শুকিয়ে যায়। তার পর থেকেই ডাকাতিয়া নদীর পানি বেড়ে যাওয়ায় প্রতিদিন বিকেলে জোয়ারের সময় সড়কের ওপরে জোয়ারের পানি উঠে ।
বিশেষ করে দর্জিঘাট খান বাড়ি হতে হাজী বাড়ি মোহাম্মদীয়া জামে মসজিদ সংলগ্ন স্থানে হাটু পরিমাণের ও বেশি পানি জমতে থাকে বলে এলাকাবাসি জানায়।আর জোয়ারের ওই পানি রাত ১১ টা কি ১২ টার পরে তা ভাটার সময় সড়ক থেকে নামতে থাকে।
এলাকাবাসি আরো জানান, এমনিতেই বহু আগে থেকে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়ে বেহাল দশায় পরিণত হয়েছে। তার আবার এক রাতের টানা বর্ষণে প্রবল জলাবদ্ধতা। এখন আবার ক’দিনে নদীর জোয়ারের পানি সড়কে উঠার কারণে বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন অংশ ভেঙ্গে গেছে।
ওইস্থান দিয়ে মানুষ জন চলাফেরা করতে পারেনি। ওই সড়ক দিয়ে যাতায়াতকারী লোকজন এখন রেল লাইন দিয়ে যাতায়াত করছে বলে জানা গেছে। প্রতিদিন জোয়ারের পানিতে সড়কটি তলিয়ে যাওয়ায় এ সড়কটি দিয়ে এখন তেমন কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।
যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে শহরের এ বাইপাস সড়কটি। এ কারণে ১০-১২ দিন ধরে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচলও বন্ধ রয়েছে। প্রতিদিন জোয়ারের পানি সড়কে উঠে যাওয়ায় বন্যার পানির দুর্ভোগে পড়েছে ওই এলাকার মানুষজন।
প্রতিবেদক : কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ ৯ : ৩৫ পিএম, ২২ আগস্ট ২০১৭, মঙ্গলবার
এইউ