বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কচুয়ার গুলবাহার গ্রামের সন্তান রাজন খান মাহির।
অতি সম্প্রতি জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান পরান ও সৈয়দ ইফতেখার আহমেদ হারুন এর স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এদিকে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক পদে কচুয়ার গুলবাহার গ্রামের সন্তান রাজন খান মাহিরকে নির্বাচিত করায় সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. এস এম বাদশা মিয়া,কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম শান্ত,সাধারন সম্পাদক ইঞ্জি. শাহনেওয়াজ খান মিলন, জেলা শাখার সভাপতি মাসুদুর রহমান পরান ও সৈয়দ ইফতেখার আহমেদ হারুনসহ দায়িত্বশীল সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নয়া এ দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,২৭ মে ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur