‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ পেইজের এডমিন গ্রেফতার
চাঁদপুরের শাহরাস্তি থেকে ‘আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক’ টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন জাহাঙ্গীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে জেলা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শাহরাস্তি থানা পুলিশ ও চিতোষী পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা তাকে আটক করে।
বিষয়টি নিশ্চিত করে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহাবুবুর রহমান বলেন, তার বিরুদ্ধে গত ২৩ জুন দক্ষিণ টামটা ইউনিয়নের ওয়ারুক স্টেশন বাজারে কর্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দেশ ও সরকার বিরোধী বিক্ষোভ মিছিল সহকারে ভাঙচুর কার্যক্রমের সাথে জড়িত ছিল। ওই ঘটনায় শাহরাস্তি থানা পুলিশ বাদী হয়ে আটককৃত সহ সঙ্গীয় দুর্বৃত্তদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে। আটককৃত জাহাঙ্গীর হোসেন তালুকদার ওই মামলার ওয়ারেন্টভুক্ত একজন আসামী।
তিনি আরো জানান, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টায় সোশ্যাল মিডিয়ায় গুজব, অপপ্রচার ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়ায়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অভিযোগে “আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক” টেলিগ্রাম ও ফেসবুক পেইজের এডমিন জাহাঙ্গীর হোসেন তালুকদার গ্রেফতার করা হয়। তিনি চিতোষি পূর্ব ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।
ওসি জানায়, আসন্ন নির্বাচনকে ঘিরে নির্বাচন বাঁধাগ্রস্থ করার চেষ্টা করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে পুলিশ।
এদিকে গোয়েন্দা সংস্থাটি জানায়, আমরা ঐক্যবদ্ধ ৬৪ জেলার বঙ্গবন্ধু সৈনিক” টেলিগ্রাম পেইজের যৌথ এডমিন পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আটক জাহাঙ্গীরের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট সোশ্যাল মিডিয়া কার্যক্রম খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক: শরীফুল ইসলাম
৩০ জানুয়ারি ২০২৬