কচুয়া

বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে ঐতিহাসিক ৭ মার্চের আলোচনা সভা

কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’ এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ^প্রামাণ্য ঐতিহ্যের’ স্বীকৃতি প্রাপ্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে গতকাল শনিবার সকালে কলেজ মিলনয়াতনে কলেজের সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহাদাত হোসেনের পরিচালনায়, বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক সোলেমান মেহেদী,একেএম কামরুল হাসান ভূইঁয়া, ফেরদৌসী বেগম, শাহ মোহাম্মদ জাকির উল্লাহ শাজুলি, প্রভাষক মো.নাজির আহম্মদ, নব-নির্বাচিত কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো.মাসুদ মজুমদার অনিক, সাধারন সম্পাদক এসএম নোমান প্রমুখ।

এ সময় কলেজের শিক্ষক, শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন।

জিসান আহমেদ নান্নু,৭ মার্চ ২০২০

Share