Home / সারাদেশ / বঙ্গবন্ধু শোষিত-বঞ্চিত মানুষের পাশে ছিলেন : শিল্পমন্ত্রী
বঙ্গবন্ধু-শোষিত-বঞ্চিত

বঙ্গবন্ধু শোষিত-বঞ্চিত মানুষের পাশে ছিলেন : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন,‘বঙ্গবন্ধু সব-সময়ই শোষিত ও বঞ্চিত মানুষের পাশে থেকেছেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার (বঙ্গবন্ধুর) সে স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সে জন্যই আজ দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে গবেষণা ও আলোচনা হচ্ছে এবং গ্রন্থ প্রকাশ হচ্ছে।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২১ উপলক্ষে শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষু-দান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। শিল্পসচিব জাকিয়া সুলতানা এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জাতীয় চক্ষুদান সমিতি সন্ধানীর মহাসচিব ড.মো.জয়নুল ইসলামসহ শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং এ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা এ সময় উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন,‘বঙ্গবন্ধু মানুষের দুঃসময়ে পাশে থাকার রাজনীতি করেছেন। আর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব-সময় গণমানুষের রাজনীতি করছেন। তিনি করোনা মহামারির এ দুঃসময়ে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে জনগণের পাশে থাকার আহবান জানিয়েছেন। ’

যারা রক্তদানের মতো মহতী কাজে অংশগ্রহণ করেছেন এবং মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন শিল্পমন্ত্রী তাদের প্রতি ধন্যবাদ জানান।

শিল্প প্রতিমন্ত্রী বলেন,‘বঙ্গবন্ধু এ দেশ ও জাতির কল্যাণে যে স্বপ্ন দেখেছিলেন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।;

তিনি বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত শিল্প মন্ত্রণালয়ের অধীনে নতুন-নতুন শিল্প-কারখানা স্থাপন করে জাতির কল্যাণে দেশকে এগিয়ে নিয়ে যেতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য,শিল্প মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা স্বেচ্ছায় রক্ত দান করেন এবং বেশ কয়েক জন মরণোত্তর চক্ষু-দানের অঙ্গীকার করেন।

বার্তা কক্ষ,১ সেপ্টেম্বর ২০২১
এজি