বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণেই আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি : সেলিম মাহমুদ

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং চাঁদপুর-১ কচুয়া আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ড. সেলিম মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনেই আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে পেয়েছি। আর তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের জীবনযাত্রা মানের কথা চিন্তাা করেন। বঙ্গবন্ধুর কারনে স্বাধীন রাষ্ট্র্র হওয়ায় দেশের মানুষ শান্তিতে রয়েছে।

শনিবার বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ডিগ্রি কলেজ মাঠে জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেনের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক আরিফ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,ভাইস চেয়ারম্যান মাহবুব আলম,ইউপি চেয়ারম্যান আক্কাস আলী মোল্লা,ইসহাক সিকদার,এম আখতার হোসাইন,হাবিবুর রহমান,উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক শাহপরান,সাবেক ইউপি চেয়ারম্যান আহসান হাবীব জুয়েল,উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার প্রমুখ। এসময় ইতালি নাপোলী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. সফিকুল ইসলাম, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রদীপ চন্দ্র সরকার,সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত লাদেন,সাচার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিয়াজ আহমেদ ও সাধারন সম্পাদক আনিছুর রহমান সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু, ২৭ আগস্ট ২০২৩

Share