বঙ্গবন্ধু শিক্ষা বিস্তারকে বিশেষ গুরুত্ব দিয়েছেন : মহীউদ্দীন খান আলমগীর

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, স্বাধীনতা উত্তোর সময়ে দেশের প্রাথমিক বিদ্যালয়সমূহকে জাতীয়করনের ঘোষনা ছিল বঙ্গবন্ধুর সাহসী ভূমিকা। একটি আত্ম মর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠতে বঙ্গবন্ধু শিক্ষা বিস্তারকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তাঁর পদাংক অনুসরণ করে জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার শিক্ষিত জাতি গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলছে। প্রাথমিক শিক্ষকদের মান উন্নয়নে বঙ্গবন্ধু ও তাঁর কন্যার ভূমিকা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাই বঙ্গবন্ধু ও তাঁর কন্যার প্রাথমিক শিক্ষকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে হবে। পরিমার্জিত বিজ্ঞান,কারিগরি ও তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষায় বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের যোগ্যবান হিসেবে গড়ে উঠতে হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণ গ্রহনের বিকল্প নেই। বিভিন্ন অজুহাতে প্রশিক্ষন থেকে যোগদনে বিরত থাকা যাবে না। দায়িত্ব কর্তব্যের আলোকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে অগ্রনী ভূমিকা নিতে হবে। তিনি বুধবার কচুয়া উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির,মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা,উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান,এসিল্যান্ড ইবনে আল জাহেদ হোসেন,উপজেলা শিক্ষা অফিসার নাছিমা বেগম,সমিতির সাংগঠনিক আকবর হোসেন বেলা ও নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা বেগম প্রমুখ।

এসময় উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৪ জুন ২০২৩

Share