চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ ওচমান গণি পাটওয়ারী বলেছেন, ‘যিনি মানবতার জন্যে কাজ করেন তিনিই প্রকৃত মানুষ। যারা পৃথিবীতে স্মরণীয়-বরণীয় হয়ে থাকতে চান মহান আল্লাহরাব্বুল আলামিন তাকে সে সুযোগ প্রদান করেন। যারা সুযোগ পান তাদেরকে অবশ্যই সে সুযোগ কাজে লাগাতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল লোভ লালসার ঊর্ধ্বে থেকে জনগণের জন্যে কাজ করেছেন। ইসলামিক শিক্ষার প্রসারে তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড ও ইসলামী ফাউন্ডেশন (ইফা) প্রতিষ্ঠা করেছিলেন।
সোমবার (২৭ মার্চ) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া ইউনিয়নের সাহাপুর মোহাম্মদ চৌধুরী গাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় মহান স্বাধীনতা দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের সভাপতি, সিআইপি মো. মোতাহার হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাহেদ সরকার, জেলা পরিষদের ওয়ার্ড সদস্য মো. মশিউর রহমান মিটু, আওয়ামী লীগ নেতা আমিরে আজম রেজা, ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, জেলা এনজিও ফেডারেশনের সভাপতি রেজ্জাকুল হায়দার খোকন, পৌরসভার কাউন্সিলর মো. জাকির হোসেন গাজী, বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ খাঁন।
ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হোসেন মিন্টু পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সুপারেন্টেড মাও আবু তাহের, অভিভাবক প্রতিনিধি আলমগীর শেখ, মোহাম্মদ মোস্তফা কামাল, শাহ আলম, নাজির হোসেন, ইউপি সদস্য জয়নাল আবদীন, মাহিন মেম্বার, ছাত্রলীগের সাবেক সভাপতি মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রতিবেদক-আতাউর রহমান সোহাগ
আপডেট, বাংলাদেশ সময় ০৭: ৪২ পিএম, ২৭ মার্চ ২০১৭, সোমবার
এইউ