দেখতে দেখতে শেষের দিকে চলে এসেছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। শনিবার শেষ হয়েছে পাঁচ দলের টুর্নামেন্টের লিগপর্বের খেলা। যেখানে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে থেকে একমাত্র দল হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। সোমবার (১৪ ডিসেম্বর) থেকে শুরু হবে প্লে-অফ পর্বের খেলা।
এখন শিরোপার লড়াইয়ে থাকা দল চারটি হলো গাজী গ্রুপ চট্টগ্রাম, জেমকন খুলনা, বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশাল। সোমবার বেলা সাড়ে ১২টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে লিগপর্বের শেষ ম্যাচ খেলা ঢাকা ও বরিশাল। পরে সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাঠে নামবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানীয় দুই দল খুলনা ও চট্টগ্রাম।
প্লে-অফ পর্ব শুরুর আগে বেশ জমেছে লিগপর্বের ম্যাচগুলো। শুরুর দিকে রানখরা থাকলেও, শেষদিকে পুষিয়ে দিয়েছেন ব্যাটসম্যানরা। টুর্নামেন্টে সেঞ্চুরির দেখা মিলেছে তিনটি। যেগুলো করেছেন নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন ও মোহাম্মদ নাঈম শেখ।
তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের দেখা না পেলেও, আসরের সর্বোচ্চ তিন ফিফটির বদৌলতে টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক গাজী গ্রুপ চট্টগ্রামের লিটন দাস। এছাড়া উইকেট শিকারেও এগিয়ে লিটনেরই দলের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তার নামের পাশে রয়েছে ১৬টি উইকেট।
চলুন দেখে নেয়া যাক, প্লে-অফ পর্ব শুরুর আগে ব্যক্তিগত পরিসংখ্যানে কোন অবস্থানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের খেলোয়াড়রা:
সর্বোচ্চ রান- লিটন দাস (৩০৬)
সর্বোচ্চ উইকেট- মোস্তাফিজুর রহমান (১৬)
সর্বোচ্চ ব্যাটিং গড়- লিটন দাস (৬১.২)
সেরা বোলিং গড় (কমপক্ষে ২০ ওভার)- মোস্তাফিজুর রহমান (৯.৭৫)
সর্বোচ্চ ব্যাটিং স্ট্রাইকরেট (কমপক্ষে ১০০ বল)- নাজমুল হোসেন শান্ত (১৫৬.৭৭)
সেরা বোলিং স্ট্রাইকরেট (কমপক্ষে ২০ ওভার)- মোস্তাফিজুর রহমান (১০.১)
সর্বোচ্চ ৫০+ স্কোর- লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত (৩টি করে)
সর্বোচ্চ ছক্কা- নাজমুল হোসেন শান্ত (২১)
সেরা ইকোনমি রেট (কমপক্ষে ২০ ওভার)- সাকিব আল হাসান (৫.৭৩)
সর্বোচ্চ ৪ উইকেট- রবিউল ইসলাম রবি ও কামরুল ইসলাম রাব্বি (২)
সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর- নাজমুল হোসেন শান্ত (১০৯)
সেরা বোলিং ফিগার- রবিউল ইসলাম রবি (৫/২৭)
সর্বোচ্চ রানের জুটি- নাজমুল হোসেন শান্ত এবং আনিসুল ইসলাম ইমন (১৩১)
বার্তাকক্ষ,১৩ ডিসেম্বর,২০২০;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur