বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট খেলায় মতলব উত্তর উপজেলার মহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশীপ অর্জন করে হাজীগঞ্জ উপজেলার কাপাইকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়।
আর বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে উভয় দল খেলায় গোল করতে না পারায় খেলার সিদ্ধান্ত ট্রাইব্রেকারে অনুষ্ঠিত হয়।
পরে মতলব উত্তর উপজেলার নাসিরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে ৩-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশীপ অর্জন করে শাহরাস্তি উপজেলার শোরসাকযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় দল।
জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাসুদ হোসেনের সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামান, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্লাহ ওলি, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবির উদ্দিন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা আক্তার প্রমুখ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি হাফেজ আহমেদ।
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫০ পিএম, ২০ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur