চাঁদপুর

‘৭ মার্চের ভাষণে বাঙালি জাতির মুক্তি সংগ্রাম জাগ্রত হয়’

জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণেই বাঙালি জাতির মুক্তির সংগ্রামকে জাগ্রত করেন। লাল সবুজের পতাকার নেশায় সেদিন সমগ্র বাঙালি জাতি বঙ্গবুন্ধর বক্তব্যে উজ্জীবিত হয়ে মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ছিনিয়ে এনেছিলো সার্বোভৌম বাংলাদেশ।’

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আলোচনা সভার সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাঙালি জাতির মুক্তির সংগ্রামে সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার হাজার বন্দুক আর কামানের নলের সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়ে ছিলেন ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এবারের সংগ্রাম , মুক্তির সংগ্রাম।’

তিনি বলেন, ‘জাতির জনকের সেই ঐতিহাসিক ভাষন শুধু ভাঙালি নয়, সারা বিশ্বের মানুষকে আজও তাদের মুক্তির সংগ্রামকে জাগ্রত করে। বঙ্গবুন্ধ সেই থেকে বাংলাদেশকে একটি উন্নত স্বাধীন সুখি-সমৃদ্ধ দেশ দেখতে চেয়েছিলেন। তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। আজকে বাংলাদেশ বিশ্বের মাঝে একটি উন্নয়নের মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। আমরা সবাই জননেত্রীর সাথে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে কাজ করবো।’

জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন (এসডু) পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সাবেক যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাবেক উপদেষ্টা আব্দুর রশিদ সর্দার, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড.মজিবুর রহমান ভূঁইয়া, প্রচার সম্পাদক সন্তোষ কুমার দাস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, মুক্তিযোদ্ধা এসএম সালাউদ্দিন, আবু তাহের পাটওয়ারী,সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুদুর রহমান নান্টু, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেম গাজী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল,জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান কালু ভূঁইয়া, যুগ্মÑআহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল,মোহাম্মদ আলী মাঝি, শ্রমিক লীগের সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নুর খান, যুব মহিলা লীগের সভাপনেত্রী ফরিদা ইলিয়াস, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক এমএ হাসান লিটন, সদর যুবলীগের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবু।

প্রতিবেদক-শরীফুল ইসলাম
।। আপডটে,বাংলাদশে সময় ০৯ : ১৫ পিএম, ০৭ মার্চ ২০১৭ মঙ্গলবার

এজি/এইউ

Share