উপজেলা সংবাদ

বঙ্গবন্ধুর স্বপ্নানুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে

জিসান আহমেদ নান্নু, কচুয়া :

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়মীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নানুযায়ী শেখ হাসিনা’র নেতৃত্বে এদেশকে এগিয়ে নেয়া হবে। সকলের সহযোগীতায় কচুয়াকে একটি আর্দশ উপজেলা হিসাবে গড়ে তুলবো। বিদ্যুৎ সমাজকে আলোকিত করে। বিদ্যুতের সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা উন্নত সমাজ গড়ে তুলবো।

তিনি আরো বলেন, বর্তমান শোকের মাস। আমি ২০০৩ সালে এই গ্রামে এসেছিলাম। তৎকালিন সময়ে পরাজিত শক্তিরা আমাকে গুলি করে হত্যা করতে চেয়েছিল। আমার সহকর্মী আঃ মান্নান আমাকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আমি এ গ্রামে কিংবা কচুয়ায় আসলে সেদিনের সেই নির্মম বর্বরতার কথা স্মরন হয়। আমি প্রয়াত আওয়ামীলীগ নেতা আঃ মান্নানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। আমরা কচুয়ায় কোন খুনী-সন্ত্রাসী ও অত্যাচারীদের প্রশ্রয় দেব না। বাংলাদেশে কোন দূর্নীতিবাজ ও সন্ত্রাসীদের স্থান নেই। সন্ত্রাসীরা যেই দলেরই হোক তাদের কঠোর হাতে দমন করা হবে। তিনি গতকাল শুক্রবার বিকেলে কচুয়া উপজেলার ৬নং উঃ ইউনিয়নের তেতৈয়া গ্রামে ১৩৫টি গৃহে নতুন বিদ্যুৎ সংযোগ উপলক্ষে আয়োজিত একই গ্রামে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আঃ রব মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মামুনুর রশিদ বাবুল মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম। বক্তব্য রাখেন, ডিজিএম জাকির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদ দজি, ইউনিয়ন চেয়ারম্যান বাসেদুজ্জামান বাচ্চু সরকার, উপজেলা আওয়ামীলীগের সদস্য আহসান হাবিব প্রান্জল, হারুনুর রশিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল আলম স্বপন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সম্পাদিকা তাছলিমা চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ রবিউল ইসলাম রাসেল ও সাধারন সম্পাদক হাবিব মজুমদার জয় প্রমুখ।

অনুষ্ঠানে কচুয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটওয়ারী ও যুবদল নেতা মাসুদুর রহমানসহ অর্ধশতাধিক বিএনপি’র নেতা কর্মী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র হাতে ফুল দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন।

Share