বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চাঁদপুরে পৌর আওয়ামী লীগের সভা

জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের স্ব‌দেশ প্রত‌্যাবর্তন দিবস উপল‌ক্ষে চাঁদপুরে আলোচনা সভার আয়োজন করেছে পৌর আওয়ামী লী‌গ।

১০ জানুয়ারি বুধবার বি‌কে‌লে আওয়ামী লী‌গ কার্যাল‌য়ে আ‌লোচনা সভায় প্রধান অ‌তি‌থির বক্তব্য রা‌খেন জেলা আওয়ামী লী‌গের সিনিয়র সহ সভাপ‌তি আলহাজ্ব ইউসুফ গাজী। এসময় তি‌নি ব‌লেন,আমরা যারা এদেশের মানুষ তাদের পরিচয় বাঙ্গালী। আর যারা বঙ্গবন্ধুর সৈনিক তাদের পরিচয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের মার্কা নৌকা। এর বাইরে কোন কথা হতে পারেনা।

পৌর আওয়ামী লী‌গের সভপা‌তি রাধা‌ গো‌বিন্দ গোপের সভাপ‌তি‌ত্বে ও সাধরণ সম্পাদক আ‌মিনুর রহমান বাবুলের প‌রিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লী‌গের সাংগঠ‌নিক সম্পাদক তাফাজ্জল হো‌সেন এসডু পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া,চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জু‌য়েল, জেলা আওয়ামী লীগের কৃ‌ষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌ‌মিক, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা মাসুদা নূর খান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক এড‌ভোকেট রন‌জিত রায় চৌধুরী, সহ-প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, সদস‌্য আইয়ুব আলী বেপারী, যুবলী‌গ কেন্দ্রীয় নির্বাহী ক‌মি‌টির সদস্য জাফর ইকবাল মুন্না, ‌জেলা যুবলী‌গের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সভাপ‌তি এড‌ভোকেট হেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফের‌দৌস মোর‌শেদ জু‌য়েল, ‌পৌর ম‌হিলা আওয়ামী লী‌গের সভা‌নেত্রী শিপ্রা দাস, জেলা যুব ম‌হিলালী‌গের সভানেত্রী ফ‌রিদা ই‌লিয়াছ, জেলা মৎস‌্যজীবী লী‌গের সহসভাপ‌তি শাহ আলম ম‌ল্লিক, সদর উপ‌জেলা যুবলী‌গের আহবায়ক এড‌ভো‌কেট হুমায়ন ক‌বির সুমন, পৌর যুবলী‌গের আহ্বায়ক মা‌লেক শেখ, সদর উপ‌জেলা যুবলী‌গের যুগ্ম আহবায়ক শাহানুর শামনু, চাঁদপুর জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি জ‌হির উদ্দিন, পৌর ছাত্রলী‌গের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না প্রমূখ।

এসময় বক্তারা ব‌লে‌ন, আমরা ১৯৭১ সা‌লে স্বাধীনতা লাভ কর‌লেও বাঙ্গালী জা‌তি স্বাধীনতার পূর্ন স্বাদ পে‌য়ে‌ছেন ১৯৭২ সা‌লের ১০ জানুুযা‌রি বঙ্গবন্ধু স্বাধীন বাংলা‌দে‌শে আসার মধ‌্যদি‌য়ে। ৮ জানুুয়ারি পা‌কিস্তান থেকে বঙ্গবন্ধু মু‌ক্তি পে‌য়ে প্রথ‌মে লন্ড‌নে যান সেখান থে‌কে ভার‌তে আ‌সেন। ভার‌তের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রম‌তি ই‌ন্তিরা হান্ধী লা‌খো জনতার উপ‌স্থি‌তি‌তে সংবর্ধনা দেন।

নির্বাচন প্রস‌ঙ্গে বক্তারা ব‌লেন, চাঁদপু‌রে বিএন‌পি জামাত‌কে সু‌যোগ ক‌রে দি‌তে নৌকা ও দ‌লের বিরু‌দ্ধে জেলা আওয়ামী লী‌গের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ কাজ ক‌রে‌ছে। অ‌তিদ্রুত সম‌য়ে চাঁদপুর জেলা আওয়ামী ল‌ীগ ও যুবলী‌গের ক‌মি‌টি ভে‌ঙ্গে দি‌য়ে নতুন ক‌মি‌টি দি‌তে হ‌বে। আপনারা নেতৃবৃন্দ ক্ষমা কর‌তে পা‌রেন কিন্তু তৃনমূল নেতাকর্মীরা তা‌দের কখ‌নো ক্ষমা কর‌বে না।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ১০ জানুয়ারি ২০২৪

Share