Home / জাতীয় / বঙ্গবন্ধুর সমাধিতে ৬ অতিরিক্ত আইজিপির শ্রদ্ধা
সমাধিতে, সমাধিতে

বঙ্গবন্ধুর সমাধিতে ৬ অতিরিক্ত আইজিপির শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ৬ অতিরিক্ত আইজিপি।

১৫ নভেম্বর রোববার বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তারা জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তারা বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

আরও পড়ুন…চাঁদপুরের কৃতি সন্তান কামরুল আহসান অতিরিক্ত আইজিপি

সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপিরা হলেন, মোহাম্মদ ইব্রাহীম ফাতেমী,কামরুল আহসান,এসএম রুহুল আমিন, মলিক ফখরুল ইসলাম, মাজহারুল ইসলাম ও খন্দকার গোলাম ফারুক।

এ সময় গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত,চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের প্রধান মো. কামরুল আহসান বিপিএম (বার) কে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। এর আগে তিনি সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেন।

৯ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ এর উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পদোন্নতির এই আদেশ দেওয়া হয়। মো. কামরুল আহসান বিপিএম (বার) ১৯৬৬ সালে মতলব উত্তর উপজেলার উত্তর ইমামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।

তিনি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ঢাকার সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসন বিষয়ে (এমবিএ) স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তিনি ১৯৯১ সালে বিসিএস (পুলিশ) ক্যাডারে যোগদান করেন। মৌলিক ও বাস্তব প্রশিক্ষণ শেষে খাগড়াছড়ি জেলার সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়িত হওয়ার পর যথাক্রমে তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী সার্কেল এএসপি, এএসপি ডিএসবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের এডিসি, ফেনী জেলার অ্যাডিশনাল এসপি হিসেবে দায়িত্ব পালন করেন।

কামরুল আহসান শরীয়তপুর, চট্টগ্রাম ও যশোর জেলার পুলিশ সুপার, পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি (সংস্থাপন) ও অ্যাডিশনাল ডিআইজি (ট্রেনিং) এবং রেলওয়ে রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

ঢাকা ব্যুরো চীফ,১৬ নভেম্বর ২০২০