কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে মানববন্ধ করেছে চাঁদপুর জেলা আওয়ামী লীগ। রোববার ৬ ডিসেম্বর সকালে শহরের বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রব, সিনিয়র যুগ্ম-সম্পাদক আহসান উল্লাহ আখন্দ,যুগ্ম-সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহির হোসেন পাটওয়ারী,জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, যুগ্ম আহŸায়ক আবু পাটওয়ারী. পৌর আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভূইয়া, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ইফতেখার আলম মাসুম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আকতার হোসেন পাটওয়ারী,সাবেক সাধারণ সম্পাদক পারভেজ করিম বাবুসহ মানববন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী দলের নেতা-কর্মীরা উপিস্থত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য দেশ স্বাধীনতা পেয়েছে। একাত্তরে স্বাধীনতা বিরোধী একটি চক্র এখন আবার মাথা চারা দিয়ে উঠেছে। কিন্তু তাদের কোন ছাড় দেওয়া হবে না। আমরা তীব্র ভাষায় হুশিয়ার করে দিয়ে বলতে চাই, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর করেছে তাদেরকে অতি দ্রæত আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা নরম মনের অধিকারী। তাই অনেক ধৈর্য ধারন করেছে। কিন্তু আর নয়। জাতির পিতার প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না।
শরীফুল ইসলাম , ৬ ডিসেম্বর ২০২০