চাঁদপুর স্টেডিয়ামে সোমবার (১ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনালেখ্য আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন হয়েছে।
স্কাইপির মাধ্যমে প্রদর্শনীর উদ্বোধন করেন ডা. দীপু মনি এমপি।
তিনি বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা সাবাবুদ্দিন মজুমদার শুধুমাত্র বাংলাদেশেই নয় বিশ্বের বিভিন্ন দেশে জাতীর জনক বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনালেখ্য ‘ইতিহাস কথা কয়’ আলোকচিত্র প্রদর্শনী করেছে। ১৫ দিনব্যাপি চাঁদপুরে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এ উদ্যোগের সাথে জড়িতদের আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।’
জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, সাবেক সভাপতি ওচমান গণি পাটোয়ারী, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সদর ডা. সৈয়দা বদরুন্নাহার, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত।
স্বাগত বক্তব্য রাখেন, ‘ইতিহাস কথাকয়’ শীর্ষক আলোকচিত্র সংগ্রাহক ও সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হাই,সহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগের নেতৃত্বেবৃন্দসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2015/11/Asik-Bin-Rahim.jpg” ]প্রতিবেদক- আশিক বিন রহিম[/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur