কচুয়া

বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আমাদের এগিয়ে যেতে হবে

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শ। বঙ্গবন্ধু আমাদের প্রেরনা। বঙ্গবন্ধু বেচেঁ থাকলে এ দেশ আরো অনেক বেশি এগিয়ে যেতো। বঙ্গবন্ধুকে স্মরনে রাখতে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ২০২০ সালকে মুজিববর্ষ ঘোষনা করেছে। তাই আমাদের সকলকে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে এগিয়ে যেতে হবে।

তিনি আরো বলেন, ডুমুরিয়া গাউছিয়া ছোবাহানিয়া মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা। মাদ্রাসার শিক্ষার মান এগিয়ে নিতে উপহার স্বরূপ চারতলা বিশিষ্ট ভবন উপহার দেয়া হয়েছে। ভবিষ্যতে মাদ্রাসাটিকে আলীম ও ফাযিল পর্যায়ে এগিয়ে নিতে আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।

তিনি শনিবার বিকালে কচুয়া উপজেলার গাউছিয়া ছোবাহানিয়া আলিম মাদ্রাসার নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও শেখ হাসিনা তাঁত পল্লী স্থাপন প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) মো: শাহাদাত হোসেন মজুমদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য মো: মঞ্জুর এলাহী মজুমদারের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার ভূইয়া,বিশিষ্ট ব্যবসায়ী এম. আলমগীর মজুমদার,দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো: আবু বকর মজুমদার উজ্জ্বল,সাবেক ইউপি চেয়ারম্যান জিকেএম আলমগীর মজুমদার,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম সওদাগর,সাধারন সম্পাদক আবু বকর মিয়াজী,পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন রাজু,মাদ্রাসার অধ্যক্ষ ইশতিয়াক আহমেদসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জিসান আহমেদ নান্নু

Share