Home / চাঁদপুর / ‘বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক মানতে নারাজ হলে রাজনীতি করার অধিকার নেই’
AL Chandur..

‘বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক মানতে নারাজ হলে রাজনীতি করার অধিকার নেই’

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনাসভা, মিলা ও দোয়া বুধবার (৭ মার্চ) সন্ধ্যায় শহরের পৌর টাউন হল মার্কেটে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ।

সাংগঠনিক সম্পাদক মো. তাফাজ্জাল হোসেন এসডু পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ইউছুফ গাজী, আ. রশিদ সর্দার, ইঞ্জিনিয়র আ. রব ভূইয়া, যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহীর হোসেন পাটওয়ারী, অ্যাড. মুজিবুর রহমান ভূঁইয়া প্রমুখ।

জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষনে স্বাধিনতার ঘোষণা দিয়েছেন। তিনি ঘুমন্তা বাঙালী জাতিকে স্বাধীনতার জন্য জাগিয়ে তুলেছেন। তিনি জীবনের ঝুঁকি নিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। তিনি একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই আমরা উন্নত বাংলাদেশের স্বাধ পেতাম। কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তিরা ৭৫ সনে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেছে। সেই পরাজিত শক্তিরা এখনো জাগ্রত রয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

তিনি আরো বলেন, আজকে স্বাধীনতার এতোদিন পরেও দেশের কিছু কুলাঙ্গার স্বাধীনতার ঘোষণা নিয়ে মিথ্যা ইতিহাস রটাচ্ছে। অথচ জাতিসংঘ্য বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। যারা বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক মানতে নারাজ তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমাদের এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনাকে আবারো দেশের রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয়কুমার ভৌমিক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. বিণয় ভূষণ মজুমদার, দপ্তর সম্পাদক শাহআলম মিয়া, সহ দফতর সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু তাহের পাটওয়ারী, অ্যাড. বদিউজ্জামান কিরণ, পৌর আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি রাধা গৌবিন্দ গোপ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাসুদা নূর খান, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান, সহ-সভাপতি এনায়েত উল্যাহ ঢালী, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, পৌর যুবলীগের আহŸায়ক আ. মালেক শেখ। আলোচনাসভা শেষে মিলাদে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সালাম।
এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আশিক বিন রহিম
আপডেট, বাংলাদেশ সময় ১০:১৫ পিএম, ৭ মার্চ ২০১৮, বুধবার
ডিএইচ