মাস্তফা সরয়ার ফারুকী:
বঙ্গবন্ধুকে নিয়ে সবচেয়ে বড় যে বিপদ সেটা হলো- আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে তাঁকে অনাকর্ষণীয় ব্যক্তি হিসাবে উপস্থাপনের হাজার চেষ্টা করা হয়, বাজারে ছাড়া হয় অজস্র মিথ।
আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে হয় আরেক বিপদ। শিল্প সাহিত্য করনেওয়ালাদের মধ্যে একদল টিভি চ্যানেল আর পত্রিকা অফিস জুড়ে যেরকম অতি ভক্তির মেকি অভিনয়ের প্রতিযোগিতায় নামেন তাতে এই অসাধারণ মানুষটার প্রতি আকর্ষণের পরিবর্তে বোধ করি বিকর্ষণ তৈরি হওয়ার ঝুঁকি তৈরি হয়।
তাঁকে নিয়ে ব্যক্তিগত আগ্রহের কারণে এই পর্যন্ত অনেকের স্মৃতিচারণ বা বক্তব্য শুনেছি। আমরা তো জানি রাজনীতিবিদেরা অতি কথন আর অতি ভক্তি দোষে প্রায়শই দুষ্ট।
কিন্তু বিশ্বাস করবে কিনা জানিনা- এই বিষয়ে সবচেয়ে হাস্যকর লেগেছে রাজকবি বা রাজশিল্পীদের চিবিয়ে চিবিয়ে ফেনানো আবেগের প্রতিযোগিতা। আমি বরং তোফায়েল আহমেদ বা নুরে আলম সিদ্দিকীর স্মৃতিচারণ অনেক বেশী মুগ্ধ হয়ে শুনেছি।
যাই হোক, আমাদের এইসব ছেলেমানুষিতে তোমরা অরুচিতে যেনো ভুগো না, ওহে নবীন প্রাণ!
তবুও তোমরা বিশ্বাস রেখো ভাই, তিনি আমাদের এই বঙ্গের ধ্রুবতারা! ফেইসবুক থেকে