Home / লাইফস্টাইল / বগলের কালো দাগ দূর করে সাদাভাব আনার উপায়
বগলের কালো দাগ দূর করে সাদাভাব আনার উপায়

বগলের কালো দাগ দূর করে সাদাভাব আনার উপায়

নারী-পুরুষ অনেকেরই বগলে কালো দাগ হয়ে থাকে। কিন্তু লজ্জায় সে কথা কাউকে বলা হয়না। ফলে কালো দাগের জায়গায় সে দাগ থেকেই যায়।

অথচ সহজ কিছু উপায় জানা থাকলে ঘরে বসেই আপনি ঘরে থাকা জিনিসগুলো দিয়েই দূর করে ফেলতে পারেন এই কালো দাগ। বগলের কালো দাগ এবং তা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় নিয়েই সাজানো আমাদের আজকের আয়োজন।
• বগল শেইভ করা।
• নিয়মিত হেয়ার রিমুভার ব্যবহার করা।
• অতিরিক্ত পরিমানে ঘামানো।
• আঁটসাঁট পোশাক পরা।
• বেশী পরিমানে ডেড সেল জমে যাওয়া।
• অ্যালকোহল যুক্ত ডিউডেরান্টস ব্যবহার করা।

জেনে নিলেন তো কারনগুলো। এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই কালো দাগ দূর করবেন:

আলু:
আলু হচ্ছে একটি ভালোমানের প্রাকৃতিক ব্লিচিং উপাদান। এটি কখনও ত্বকের ক্ষতি করেনা।
আলুর একটি পাতলা টুকরো নিয়ে বগলে ভালো করে ঘষুন। আপনি চাইলে আলু ব্লেন্ড করে রসও লাগাতে পারেন।
২০ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ভালো ফলাফল পেতে প্রতিদিন দুই বার এই কাজটি করুন।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ এএম, ১০ জুলাই ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply