চাঁদপুর শাহরাস্তিতে শিশু বলৎকারের ঘটনায় শাকিল (২২) নামের এক বখাটেকে আটক করেছে পুলিশ। ১৩ জানুয়ারি বুধবার সকালে তাকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
১১ জানুয়ারি সোমবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভিকটিম শিশুর পরিবার ও শাহরাস্তি থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই গ্রামের দক্ষিন পাড়া বিনা গাজী বাড়ীর মোঃ আবু তাহেরের পুত্র মোঃ শাকিল (২২) স্থানীয় ব্র্যাক স্কুলের ২য় শ্রেণীর ছাত্রকে (৮) বাড়ির সামনে হতে ফুসলিয়ে পার্শ্ববর্তী বলশীদ গ্রামের পূর্ব পার্শ্বে খালি মাঠে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক তাকে বলৎকার করে। বিশাল মাঠে আশপাশে কোন লোকজন না থাকায় ভিকটিম শোর-চিৎকার করলেও কেউ শুনতে না পারায় এগিয়ে আসতে পারে নি।
পরবর্তীতে সে কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সব খুলে বলে। পরিবারের সদস্যরা তাকে দ্রুত শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।
এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শাহরাস্তি থানায় মামলা করলে মঙ্গলবার রাতে শাহরাস্তি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ কামাল উদ্দিন অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান জানান, ভিকটিম চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,১৩ জানুয়ারি ২০২১