হাজীগঞ্জ

বউ ও শাশুড়ীর নির্যাতন যন্ত্রণায় হাজীগঞ্জ!

‎Saturday, ‎April ‎25, ‎2015  07:59:45 PM

জহিরুল ইসলাম জয় :

হাজীগঞ্জে এক প্রতিবন্ধী যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

শুক্রবার রাত ৯ টার দিকে পৌর ১০ নং ওয়ার্ড রান্ধনীমুড়া দিগীরপাড় বাড়ীর মৃত ইউনুস বেপারীর ছেলে মনোয়ার হোসেন (৪৫) একটি আমগাছের সাথে দড়ি পেঁছিয়ে গলায় ফাঁস দেয়।

এ ব্যাপারে বাড়ির আশেপাশের লোকজনের সাথে কথা বলে জানাযায়, প্রতিবন্ধী মনোয়ার বউ ও শাশুড়ীর নির্যাতনের যন্ত্রণায় এর আগেও কয়েকবার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করে।
ঘটনার দিন রাতে বউকে ঘুমে রেখে সে একা বাড়ির পাশে আমগাছের সাথে দড়ি লাগিয়ে গলায় ফাঁস দিয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

এ ঘটনার পর পরই হাজীগঞ্জ থানা পুলিশ সত্যতা যাছাই করে পরিবারের কাছেই লাশ হস্তান্তরের সিদ্ধান্ত দিয়েছে।

চাঁদপুর টাইমস : এমআরআর/জেআইজে/২০১৫

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes

Share