চাঁদপুরে প্রাথমিকের জন্যে ১২ লাখ ১৭ হাজার কপি বই পাচ্ছে
চাঁদপুর জেলায় ২০২৬ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যবই বিতরণের লক্ষ্যে ১২ লাখ ১৭ হাজার ২৪৭ কপি বইয়ের চাহিদা প্রাথমিক ও গণশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।
চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট ১ হাজার ১৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং এসব বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২ লাখ ৫৮ হাজার ৩৪ জন। এছাড়া জেলায় ৫৫৫টি কিন্ডারগার্টেনে প্রায় ৭৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে।
উপজেলা অনুযায়ী বইয়ের চাহিদা
প্রেরিত চাহিদাপত্রে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন উপজেলার বইয়ের চাহিদা নিম্নরূপ- চাঁদপুর সদর: ২ লাখ ৪২ হাজার ৭০০ কপি; হাজীগঞ্জ: ১ লাখ ৫১ হাজার ৪৮২ কপি; শাহরাস্তি: ১ লাখ ২৩ হাজার ৯০০ কপি; মতলব উত্তর: ১ লাখ ৬৭ হাজার ৪৪২ কপি; মতলব দক্ষিণ: ১ লাখ ৬৯ হাজার ২৭২ কপি; ফরিদগঞ্জ: ১ লাখ ৮৫ হাজার ৫২৩ কপি; হাইমচর: ৫১ হাজার ১২০ কপি ও কচুয়া: ১ লাখ ৭৬ হাজার ৯৪০ কপি।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের সিনিয়র উচ্চমান সহকারী জানান, ডিসেম্বরের মধ্যেই চাহিদাকৃত সব বই চাঁদপুরে এসে পৌঁছাবে এবং উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে সেগুলো জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দেয়া হবে। বিভাগীয় নির্দেশনা অনুসারে বার্ষিক পরীক্ষার প্রস্তুতিও নেয়া হচ্ছে। সরকারি আদেশ পাওয়া গেলে ২০২৬ সালের ১ জানুয়ারি সারাদেশের মতো চাঁদপুরেও একযোগে বই বিতরণ কার্যক্রম শুরু হবে।
২০২৬ শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য নতুন বই ছাপানো, বাঁধাই ও সরবরাহে ২০১ কোটি টাকা ব্যয় অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা উপদেষ্টা কমিটি। এ প্রকল্পের আওতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের জন্য ৪ কোটি ৪ লাখ ৪২ হাজার ৪৯১ কপি পাঠ্যবই ছাপানো হবে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
আবদুল গনি
১১ ডিসেম্বর ২০২৫
এ জি