সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন বর্ষের বই বিতরণ

চাঁদপুর সদরের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে শিক্ষার্থী দের মধ্যে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে ।

১ জানুয়ারি রোববার সকাল ১০ টায় অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন প্রধান শিক্ষক মো.আবদুল আজিজ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদরের আশিকাটিি ইউপি’র চেয়ারম্যান মো.বিল্লাল হোসেন পাটওয়ারী ।

বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য মো.আব্বাস উদ্দিন মজুমদার , অভিভাবক বাবুল পাটওয়ারী,এসএম জামান চৌধুরী ও সহকারী শিক্ষক আবদুল করীম । উপস্থাপনা করেন শিক্ষক আবদুল গনি।

বক্তাগণ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও চাঁদপুর-হাইমচরের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলেন, নতুন বছরের প্রথম দিনেই আজ রোববার জেলায় জেলায় শুরু হয়েছে নতুন বই বিতরণ উৎসব ।

আমাদের স্কুলেও ঔ বই এসেছে । সকাল থেকেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রাক-প্রাথমিক,প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হচ্ছে। এর আগে গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে ২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সকালে নিজ কার্যালয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে তিনি এ কার্যক্রম শুরু করেন। এরই অংশ হিসেবে আজ রোববার আমাদের এ বিদ্যাপীঠে বই বিতরণ করছি ।

সিনিয়র করেসপন্ডেন্ট
১ জানুয়ারি ২০২৩
এজি

Share