চাঁদপুর

চাঁদপুরে ১ জানুয়ারি ৪২ লাখ কপি বই বিতরণ করা হবে

চাঁদপুরসহ দেশব্যাপি সরকারি প্রাথমিক স্কুল, মাদ্রাসা, মাধ্যমিক স্তরের স্কুল ও মাদ্রাসায় একযোগে ১ জানুয়ারি (২০১৭) সনের পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হবে।

জেলা শিক্ষা অফিস জানান, ২০১৭ শিক্ষাবর্ষের জন্য চাঁদপুরের ৮ উপজেলার সব স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ৪২ লাখ ২৭ হাজার ১শ’৬৯ কপি পাঠ্যপুস্তকের চাহিদা প্রেরণ করা হয়েছে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চাঁদপুরে হাসান আলী উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদ্বোধনের প্রস্তÍুতি নেয়া হচ্ছে ।

এর মধ্যে মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ হতে ৯ম শ্রেণি পর্যন্ত ৩০ লাখ ৩৪ হাজার ২৫ কপি পাঠ্যপুস্তক, দাখিল স্তরের ৮ লাখ ৫৮ হাজার ২শ’ ৯৭ কপি, ১ম হতে ৫ম পর্যন্ত ৩ লাখ ১ হাজার ১শ’৪০ কপি, মাধ্যমিক স্তরের ইংরেজি ভার্সনের ৫ হাজার ২শ’৫০ কপি এবং এসএস সি ভোকেশনাল ২৮ হাজার ৪শ’ ৫৭ কপির চাহিদা দেয়া হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত চাহিদার কত শত্যাংশ বই জেলায় এসে পৌঁছেছে তার তথ্য জানা যায় নি। তবে সব স্কুলেই বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়েই বই স্ব স্ব স্কুল ও মাদ্রাসায় প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট অফিস জানিয়েছে।

এ দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, ২০১৭ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক বিদ্যালয়ের ৩ লাখ ৩৩ হাজার শিক্ষার্থীর জন্য ১৬ লাখ ৬৪ হাজার ৪শ’ ৯ কপি পাঠ্যপুস্তকের জন্য চাহিদা প্রেরণ করা হয় ।

এর মধ্যে ইতোমধ্যেই ৮ লাখ ২৩ হাজার ৬২ কপি বই এসে পৌঁছেছে এবং বিতরণও শেষ হয়েছে।

এগুলো মধ্যে রয়েছে ৩য় ও ৪র্থ শ্রেণির পাঠ্যপুস্তক। যার হার ৪৯% । বাকি ৮ লাখ ৪১ হাজার ৩শ’ ৪৭ কপি ১ম ,২য় ও ৫ম শ্রেণির বই এসে এখনো পৌঁছে নি।

তবে প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, পাঠ্যপুস্তক বিতরণ উৎসব যথারীতি স্ব স্ব উপজেলাভিত্তিক অনুষ্ঠিত হবে। বাকি বই দু’এক দিনের মধ্যেই পৌঁছে যাবে বলে

প্রসঙ্গত, সরকার প্রাক-প্রাথমিক হতে মাধ্যমিক স্তরের ৯ম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীদের জন্য বিনামূল্যের বিতরণ কর্মসূচির দিন ১ জানুয়ারি নির্ধারণ করেছে। যা শিক্ষা ক্ষেত্রে একটি মাইলফলক ।

প্রতিবেদক- আবদুল গনি।। আপডটে,বাংলাদশে সময় ১২ : ১৮ এএম, ২৭ ডিসেম্বর ২০১৬ মঙ্গলবার
এইউ

Share