Home / চাঁদপুর / চাঁদপুরে ৩ লাখ ৩৭ হাজার প্রাথমিক শিক্ষার্থীর ১৬ লাখ বই আসছে
Book distribution
ফাইল ছবি

চাঁদপুরে ৩ লাখ ৩৭ হাজার প্রাথমিক শিক্ষার্থীর ১৬ লাখ বই আসছে

চাঁদপুরের ৮ উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগে আগামি ২০১৯ শিক্ষাবর্ষে ১৫ লাখ ৯৯ হাজার বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছে এবং এরইমধ্যে জেলার বিভিন্ন উপজেলায় আসা শুরু হয়েছে।

২০১৯ সালের ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বই প্রদানের জন্যে এ চাহিদা প্রেরণ করা হয়েছে বলে জেলা প্রাথমিক শিক্ষা অফিস চাঁদপুর টাইমসকে জানান।

প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে দেয়া তথ্য মতে, ১ম শ্রেণির ৭০ হাজার ৯শ ২৪ শিক্ষার্থীর জন্যে ২ লাখ ১২ হাজার ৭ শ’ ৭২ কপি, ২য় শ্রেণির ৭০ হাজার ৫শ ৪৩ শিক্ষার্থীর জন্যে ২ লাখ ১১ হাজার ৬ শ’ ২৯ কপি, ৩য় শ্রেণির ৬৬ হাজার ৯শ’ ৩৪ শিক্ষার্থীর জন্যে ৪ লাখ ১ হাজার ৬ শ’ ৪ কপি, ৪র্থ শ্রেণির ৬৫ হাজার ৬শ’ ৪১ শিক্ষার্থীর জন্যে ৩ লাখ ৯৩ হাজার ৮ শ’ ৪৬ কপি এবং ৫ম শ্রেণির ৬৩ হাজার ১শ’ ৯৭ শিক্ষার্থীর জন্যে ৩ লাখ ৭৯ হাজার ১ শ’ ৮২ কপি বইয়ের চাহিদা প্রেরণ করা হয়েছিল।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শাহবুদ্দিন বলেন, ‘ নভেম্বরের মধ্যে সকল চাহিদাকৃত বই চাঁদপুরে এসে পৌঁছবে এবং ডিসেম্বরের মধ্যে স্ব-স্ব উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছানোর জন্যে শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা রয়েছে। যাতে ২০১৯ সালের ১ জানুয়ারি সারা দেশের ন্যায় চাঁদপুরেও ‘বই উৎসব’ পালন করা যায়।’

প্রসঙ্গত , চাঁদপুর জেলায় ৮ প্রকারের ১ হাজার ৯ শ ৯৮টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ২শ ৩৯ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ১ হাজার ১ শ’৫৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

পূবের এক নির্দেশনায় জানা গেছে ,নভেম্বরের মধ্যেই সকল চাহিদাকৃত বই ৫০ ভাগ চাঁদপুরে এসে পৌঁছেছে এবং ডিসেম্বরের মধ্যে স্ব-স্ব উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে জেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ পৌঁছানোর জন্যে শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা রয়েছে।

যাতে ২০১৯ সালের ১ জানুয়ারি সারাদেশের ন্যায় চাঁদপুরেও বই উৎসব পালন করা যায়।

প্রতিবেদক : আবদুল গনি
: আপডেট, বাংলাদেশ সময় ৬:৪০ পিএম, ২৩ নভেম্বর ২০১৮, শুক্রবার
ডিএইচ