Home / চাঁদপুর / চর্যাপদ একাডেমির বই উপহার : ২৯তম দিবসে
GHONI

চর্যাপদ একাডেমির বই উপহার : ২৯তম দিবসে

চর্যাপদ সাহিত্য একাডেমির পক্ষ থেকে বই উপহার কর্মসূচি’র ২৯তম দিবসে চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক আবদুল গনি’র হাতে বই উপহার তুলে দেন একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি এবং পর্যবেক্ষক ও ন্যায়পাল দিলীপ ঘোষ।

একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন , ‘এ মাসে প্রতিদিন আমরা বই উপহার দিচ্ছি। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা,রাজনীতিবিদ,গণমাধ্যমকর্মী,সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিদের বই উপহার দেয়ার চেষ্টা করব। আমরা চাই সর্বস্তরের মানুষের মনে বইয়ের প্রতি ভালবাসা তৈরি হোক। পৃথিবীকে চিনতে হলে,বঙ্গবন্ধুকে জানতে হলে এবং দেশ গড়ার স্বপ্ন দেখতে হলে বইয়ের বিকল্প কিছু নেই। শুধু এক মাস নয়,সারা বছর আমরা বই উপহার দিতে চাই।’

আমাদের পাশে দাঁড়িয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক মনি হায়দার,কবি বীরেন মুখার্জি ,কবি মামুন রশিদ,কবি রহমান হাবিব,কবি রহিমা আক্তার মৌ,কবি প্রত্যয় হামিদ, কবি তৌপিক জহুর,কবি মোস্তফা হায়দার ,কবি আলী আজগর , কবি সজীব মুহাম্মদ আরিফ, কবি সোহেল মাহবুব, কবি মুক্তা বকুল,বিদ্যুৎ রঞ্জন দেবনাথ,কবি নন্দিনী লুইজা,কবি কবি সুরাইয়া চৌধুরী ও কবি মোহাম্মদ আনওয়ারুল কবীর।

সিনিয়র করেসপন্ডেন্ট,২৯ সেপ্টেম্বর ২০২১
এজি