চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেছেন, আমাদের বই মেলার উদ্দেশ্যই হচ্ছে পাঠকদের আবার বইয়ের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা। পাঠকদেরকে আবার বইমেলায় ফেরত নিয়ে আসা, বই-মুখি করা। বই আমাদেরকে পথ দেখায়, সঠিক নির্দেশনা দেয়। বিশ্ব সম্পর্কে এই বইয়ের মাধ্যমে আমরা জানতে পারি। আমরা যতবেশি পড়বো ততবেশি শিখবো। আর যতবেশি শিখবো ততবেশি জ্ঞান অর্জন করবো এবং অভিজ্ঞ হবো।
রবিবার ৪ মে দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ৫ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, জিপিএ ৫ পেতে হলে আমাদেরকে পাঠ্যবইকে গুরুত্ব দিতে হবে, তবে যদি জ্ঞান বা প্রতিভার কথা বলি তাহলে সেই পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। একজন জ্ঞানী মানুষ যদি বেশি করে বই না পড়ে তাহলে তার প্রতিভার বিকাশ ঘটবে না। অনেকসময় আমরা শুনে শুনে বলি সে খারাপ লিখে। তুমি না পড়লে বুজতে পারবা না কে খারাপ লিখে আর কে ভালো লিখে। আমাদের বই পড়তে হবে।
ডিসি উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমাদের এই বয়সটা হচ্ছে যতবেশি পড়বে ততবেশি শিখবা। ইন্টারেনেটের যুগে আমরা লেখাপড়া করি সত্য কিন্তু আমরা বই বিমুখ হয়ে পরেছি। বিমুখ বলতে আমরা পাঠ্যবই ছাড়া অন্যসব বই থেকে আমরা বিমুখ হয়ে গেছি। চলো আমরা বাকী বইগুলোর দিকেও মনোযোগ দেই।
এসময় চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত ভ্রাম্যমান বইমেলার ঘুরে দেখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৪ মে ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur