ফ্লাইট লেঃ এবি সিদ্দিক  ছিলেন একজন নীতি ও আদর্শবান মানুষ

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন ফ্লাইট লেঃ এ বি সিদ্দিক ছিলেন একজন নীতি ও আদর্শবান সাদা মনের মানুষ। ওনার জীবনে কোন দিন লোভ লালসার প্রতি আকৃষ্ট হননি। তিনি ছিলেন  মুক্তিযুদ্ধের সংগঠক,ভাষা সৈনিক,গণ পরিষদের সদস্য, অবিভক্ত মতলব উপজেলা আওয়ামী লীগের সভাপতি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর এবং জাতীয় সখসদ সদস্য। 

এ বি সিদ্দিক তৎকালীন সময়ে যেসব দায়িত্ব পালন করেছেন, তখন টাকা পয়সা, ধনদৌলত সব কিছু করার সুযোগ ছিল। ওনার শৈশব কাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে বাড়ীটিতে বসবাস করেছে সেটি ছিল একটি জরাজীর্ণ ভবন। আজও সেটিতে তার স্ত্রী সন্তানরা বসবাস করছে।তাঁর এ নীতি আদর্শ ও সততার কারনে এবং সহজ সরল চলাফেরার কারনে  তাকে উপাদী দেয়া হয়েছে মতলবের মাটি ও মানুষের নেতা।এমন মানুষ বর্তমান সময়ে আছে বলে মনে হয় না।তাই এ বি সিদ্দিক সাহেবের স্মৃতি বুকে লালন করে  বঙ্গবন্ধুর আদর্শকে জাগ্রত করে মতলবকে এগিয়ে নিতে হবে। মহান আল্লাহ তায়ালা যেন এ মহান ব্যক্তিকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন এ কামনা করপন এমপি নুরুল আমিন রুহুলসহ নেতৃবৃন্দ। মতলব দক্ষিনে এবি সিদ্দিক ফাউন্ডেশনের আয়োজনে  ফ্লাঃ লেঃ (অবঃ) এ.বি. সিদ্দিক সরকারের   ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথাগুলো বলেছেন। 

৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে 

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম.এ. ওয়াদুদের সভাপতিত্বে ও বিআরডিপির চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ওপৌর আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ফারুক আহম্মেদ বাদলের পরিচালনায়  বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদে চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ কুদ্দুছ , মতলব দক্ষিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদে চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ। এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার  ইয়াকুব আলী  বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম,  অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সাবেক সহ সভাপতি দেওয়ান রেজাউল করিম, বীর মুক্তিযুদ্ধা বসিরউল্লাহ, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক স্যামল চন্দ্র দাস, এবি সিদ্দিক সাহেবের ছেল জাবেদ ছিদ্দিকী প্রমুখ । 

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্য,

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মসজিদের ইমাম।এর আগে মরহুম এ বি সিদ্দিক সরকারের কবর জিয়ারত ও তাঁর কবরে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক,৩ সেপ্টেম্বর ২০২২

Share