করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকক ও মদিনা রুটের ফ্লাইট বন্ধ রয়েছে। একইসঙ্গে নানা বিধিনিষেধের কারণে কুয়েত রুটের ফ্লাইটও বন্ধ করা হয়। এই তিন রুটের ফ্লাইট বাতিলের সময়সীমা ৩১ মে পর্যন্ত বাড়িয়েছে বিমান কর্তৃপক্ষ।
এছাড়াও কলকাতা, দিল্লি, মাস্কাট, কাঠমান্ডু, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফ্লাইটও স্থগিত রেখেছে বিমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।
এদিকে বাংলাদেশে ৩৮ দেশের ওপর বিধিনিষেধ আরোপ করে ১ মে থেকে শুরু হয় আন্তর্জাতিক ফ্লাইট। এই ৩৮ দেশে থেকে কেই দেশে ফেরত এলে তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ দেশের ক্ষেত্রে আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
আন্তর্জাতিক ডেস্ক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur