Home / সারাদেশ / সিলেট থেকে ইউরোপে সরাসরি কার্গো ফ্লাইট চালু ২৭ এপ্রিল
osmani air port -------

সিলেট থেকে ইউরোপে সরাসরি কার্গো ফ্লাইট চালু ২৭ এপ্রিল

২৭ এপ্রিল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরোপে সরাসরি কার্গো ফ্লাইট চালু হচ্ছে। স্পেনের সারাগোসায় প্রথম ফ্লাইট যাবে। মাল্টাভিত্তিক গ্যালিস্টেয়ার ইনফিনিট এভিয়েশন এ সেবা পরিচালনা করবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বিমানবন্দর পরিদর্শন করে কার্গো টার্মিনাল ও সরঞ্জাম যাচাই করেন। সিএএবি-এর সহকারী পরিচালক কাউসার মাহমুদ বলেন,”এটি দেশের উত্তর-পূর্বাঞ্চল থেকে ইউরোপ ও যুক্তরাজ্যে সরাসরি রপ্তানির ক্ষেত্রে বড় অগ্রগতি।”

তিনি আরও জানান,সিলেট থেকে কৃষিপণ্য, হিমায়িত খাদ্য,ফুল,চামড়াজাত পণ্য ও হস্তশিল্প এখন সরাসরি বিদেশে পাঠানো যাবে,যা রপ্তানিকারকদের সময় ও খরচ বাঁচাবে এবং পণ্যের গুণগত মান ঠিক রাখবে। ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক মানের কার্গো গুদাম,প্রশিক্ষিত কর্মী এবং ইউরোপ-যুক্তরাজ্য অনুমোদিত নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। আগেই পরীক্ষামূলক চালান পাঠানো হয়েছে বলে জানান তিনি।

সিলেটের পর পরবর্তী ধাপে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরকেও এ সেবার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

১৯ এপ্রিল ২০২৫
এজি