ফ্রেন্ডস্ জোন সোসাইটি’র সভাপতি সানজিদ সম্পাদক ফয়সাল

মতলব দক্ষিণ উপজেলার একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডস্ জোন সোসাইটি’র ২০২২-২০২৩ ইং সালের কমিটি গঠন করা হয়। গত ২৬ তারিখে ফ্রেন্ডস্ জোন সোসাইটি’র এক বিশেষ সভায় ৬ জন উপদেষ্টা এবং ৪১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।উক্ত কমিটিতে সানজিদ মজুমদারকে সভাপতি এবং ফয়সাল আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে কমিটি প্রকাশ করা হয়।

সম্মানিত উপদেষ্টারা হলেন, মুহাম্মদ জাকির হোসেন, আইনুন্নাহার কাদরী,মোঃ মিজানুর রহমান, মোহাম্মদ রবিউল ইসলাম মিজি, আশরাফুল জাহান শাওলিন, গোলাম কিবরিয়া সবুজ।

অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি- ইমরান আহমেদ ইমু,সিনিয়র সহ-সভাপতি- আরফান ইসলাম হাসিব,সহ সভাপতি- আল-আমিন হোসেন নিরব,সহ-সভাপতি-আশিকুর রহমান,সহ-সভাপতি-লিখন ঘোষ,সহ-সভাপতি- মাহাতির হোসেন সৌরভ,সহ-সাধারন সম্পাদক- শাখাওয়াত বাবু,সহ-সাধারন সম্পাদক-মোহাম্মদ ইনতিয়াজ,সাংগঠনিক সম্পাদক-মহিন উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক- নাহিম নিরব,প্রচার সম্পাদক-তানু বিহান জুঁই,সহ-প্রচার সম্পাদক-সরকার সিফাত,অর্থ সম্পাদক-আব্দুল মতিন,সহ-অর্থ সম্পাদক-রন্মী ইসলাম ইলমা,তথ্য বিষয়ক সম্পাদক- নাহিদ আহমেদ,সহ-তথ্য বিষয়ক সম্পাদক-কাউসার প্রধান,প্রকাশনা বিষয়ক সম্পাদক-জুবায়ের মুন্না, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক-ইয়াসিন,দপ্তর সম্পাদক-মঈন গাজী,সহ-দপ্তর সম্পাদক-আরিয়ান প্রান্ত,সমাজকল্যান সম্পাদক-সাইদুল ইসলাম, সহ-সমাজকল্যান সম্পাদক-ফয়সাল খান,শিক্ষা বিষয়ক সম্পাদক-সোহাগ প্রধান,সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক-আবু বকর সিদ্দিক আবিদ,ক্রীড়া বিষয়ক সম্পাদক-উদয় হোসেন,সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক- রাকিব মিয়াজি,ধর্ম বিষয়ক সম্পাদক-মনির হোসেন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক- রুদ্র ঘোষ,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক-জনি ফরাজি,সহ-সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক-অন্তর রায়,আইন বিষয়ক সম্পাদক-ফয়সাল আহমেদ ফাহিম,সহ-আইন বিষয়ক সম্পাদক- সাইফুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক- উম্মে হাবিবা সাথী,সহ-মহিলা বিষয়ক সম্পাদক- রাবেয়া বসরী ফাহিমা,পরিবেশ বিষয়ক সম্পাদক- ফরহাদ হোসেন হৃদয়,সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক- শুভ সরকার,আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক- মেহেদী দেওয়ান,সহ-আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক- রহমান নাঈম,চিকিৎসা বিষয়ক সম্পাদক- রিফাত আহমেদ।নির্বাহী সদস্যঃ- ফাহমিদা হক, সাইফুন নাহার,তোহা কামাল,মারুফ আহমেদ,রাজিন সালেহ,সিমান্ত ঘোষ।

ফ্রেন্ডস্ জোন সোসাইটি ইতিমধ্যে চাঁদপুর,মতলবে নতুন প্রজন্মের কাছে একটি অনুকরণীয় সংগঠন হিসেবে রুপান্তরিত হয়েছে।গত এক বছরে সোসাইটিয়ানদের কার্যক্রম ছিলো ঈশ্বরণীয়।

বিনামূল্যে রক্তদান,রক্তের গ্রুপ নির্ণয়,করোনা কালীন সময়ে অসহায় অবহেলিত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ,রমজানে ইফতার ও খাদ্য সামগ্রী উপহার, পথচারীদের ইফতার, ঈদ সামগ্রী উপহার,পরিচ্ছন্ন কার্যক্রম, গৃহহীন পরিবারের আশ্রয় কেন্দ্রে ঘড় পেতে সহায়তা করা,একই জিনিসের রিসাইকল করা,ইট ভাটায় কাজ করা সিজারিয়ান মায়ের হাসপাতালের বিল পরিশোধ,বাবা হারা মেয়েকে কলেজে ভর্তিতে অর্থ সহায়তা,সিলেট-সুনামগঞ্জ ও কুড়িগ্রামে শুকনো খাবার,রান্না করা খাবার এবং প্রয়োজনীয় অর্থ সহায়তা ছাড়াও বিভিন্ন সেবামূলক কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছে। যা মতলবের আপামরসাধারণের জন্য আর্শিবাদ স্বরূপ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৩০ জুলাই ২০২২

Share