Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ‘ফ্যাসিস্ট সরকার দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে’
ফ্যাসিস্ট

‘ফ্যাসিস্ট সরকার দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে’

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির সদস্য ফরম পূরণ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে আম্বিয়া-ইউনুছ ফাউন্ডেশন মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন পাটওয়ারী।

প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন পাটওয়ারী বলেন,”ফ্যাসিস্ট সরকার দেশের প্রতিটি বিভাগকে ধ্বংস করেছে। শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক, ব্যবসা-বাণিজ্য— কিছুই স্বাভাবিক নিয়মে চলছে না। দেশের মেরুদণ্ড ভেঙে দিয়েছে তারা। এখন সময় এসেছে ধ্বংসস্তূপের মধ্য থেকে বাংলাদেশকে তুলে ধরার। আমাদের সবাইকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গড়ার কাজে নামতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপির সঙ্গে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, মব-সৃষ্টিকারীর সম্পর্ক নেই। আপনারা কেউ এসব করবেন না, কাউকে করতেও দেবেন না। আসুন, সবাই মিলে সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ি।”

বর্তমান সরকারকে ইঙ্গিত করে মোতাহার পাটওয়ারী বলেন,”আপনারা কি সেই ২০ শতাংশ মানুষের কথা শুনবেন যারা কেবল নিজেদের কথা ভাবে? নাকি দেশের ৮০ শতাংশ মানুষের প্রতিনিধিত্বকারী দলের কথা শুনবেন?”

তিনি দাবি করেন, লন্ডনে তারেক রহমান ও ইউনুস সাহেবের বৈঠকের পর দেশে একটি নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। এ সুযোগ নষ্ট করতে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে নেমেছে বলেও অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ কলেজের সাবেক ভিপি ও পৌর বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম পাপক।
সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবদুল মতিন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন—পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম স্বপন, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাশেম পাটওয়ারী ও মহিলা নেত্রী শারমিন করিম।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৯ জুলাই ২০২৫