ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন বলেন, ৫ আগস্টের পূর্বে যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে ভালোবেসে জুলুম নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে দলে ঠাঁই করে দিতে। ১৭ বছর পর আমরা একটি মুক্ত মাঠ পেয়েছি। এই মাঠে আমার এমন ভাবে চাষাবাদ করতে হবে যেন সাধারণ জনগণ বুঝতে পারে আমারাই সেরা।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সাথে জড়িতরা কোন ভাবেই যেন যুবদলে স্থান না পায় সে দিকে লক্ষ রাখতে হবে।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে সন্তোষপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন যুবদলের উদ্যোগে ১ থেকে ৯ নং ওয়ার্ড যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম মিয়াজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মহসিন হোসেন মিটুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম নান্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান বাছির আহম্মদ, সাধারণ সম্পাদক আশিক ইকবাল তানভির, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক ভাগিনা রুবেল।
এছাড়া ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান রাসেল, সহ-সভাপতি মো. বোরহান উদ্দিন, মো. হুমায়ুন কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ কবিরাজ, সাংগঠনিক সম্পাদক সবুজ গাজী, সহ সাংগঠনিক সম্পাদক নুরে আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিয়াম আয়মান, সাধারণ সম্পাদক মাসুম রানা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহমুদুর রশিদ তানহা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিয়াম, সাধারণ সম্পাদক মাসুম রানাসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতাকর্মীরা।
প্রতিবেদক: শিমুল হাছান, ৩১ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur