চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের ২০১৭-২০১৮ দুই বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে চ্যানেল ২৪ এর চাঁদপুর প্রতিনিধি আল ইমরান শোভন এবং সাধারণ সম্পাদক পদে জিটিভি এর চাঁদপুর প্রতিনিধি রিয়াদ ফেরদৌস নির্বাচিত হয়েছেন।
গত ৫ মার্চ চাঁদপুর প্রেসক্লাব মিলনাতনে টেলিভিশন সাংবাদিক ফোরামের বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী নতুন এই কমিটি গঠন করা হয়।
কার্যকরী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন : সহ-সভাপতি মুনাওয়ার কানন (মাই টিভি), লক্ষ্মন চন্দ্র সূত্রধর (দেশটিভি), যুগ্ম সাধারণ সম্পাদক কাদের পলাশ (৭১ টিভি), রফিকুল ইসলাম বাবু (মোহনা টিভি), সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন পাঠান (চ্যানেল ৯), ওয়াদুদ রানা (বৈশাখী টিভি), কোষাধ্যক্ষ নেয়ামত হোসেন (একুশে টিভি), দপ্তর সম্পাদক মো: খুরশিদ আলম (এশিয়ান টিভি), সম্মানিত সদস্য গোলাম কিবরিয়া জীবন (বিটিভি), ইকরাম চৌধুরী (চ্যানেল আই),পার্থনাথ চক্রবর্তী (এটিএন বাংলা/এটিএন নিউজ), শরীফ চৌধুরী (আরটিভি), জি এম শাহীন (এস এ টিভি),রহিম বাদশা (বাংলাভিশন), ফারুক আহাম্মদ (সময় টিভি)।
প্রেস বিজ্ঞপ্তি
: আপডেট, বাংলাদেশ সময় ৩: ৩৩ এএম, ০৮ মার্চ ২০১৭, বুধবার
ডিএইচ