Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে কল সেন্টারে ফোন করে খাদ্য সহায়তা পেলো ৬৩১ পরিবার
ফোন

শাহরাস্তিতে কল সেন্টারে ফোন করে খাদ্য সহায়তা পেলো ৬৩১ পরিবার

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা কল সেন্টারে ৩৩৩ ও ০১৭১৯-৪৪৪৪৪৪ এ ফোন করে ও গত ২৫ দিনে খাদ্য সহায়তা পেয়েছেন ৬৩১ পরিবার। মঙ্গলবার উপজেলা উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) শিরীন আক্তার বিষয়টি জানিয়েছেন।

জানা গেছে গত ৭ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত উপজেলায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৬৩১ জনকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। যার মধ্যে ৯৩ জন নগদ অর্থ সহায়তা ও ৫৩৯ জন কে পাঁচ লাখ টাকার খাদ্য সামগ্রী এবং ৫.৩৯ টোন চাল সহায়তা করা হয়েছে জরুরী খাদ্য সহায়তা সেবা ৩৩৩ ও ০১৭১৯-৪৪৪৪৪৪ এ উপজেলা কল সেন্টারের মাধ্যমে এসব উপকার ভোগীর তালিকা করা হয়েছে।

উল্লেখিত ব্যক্তিদের মধ্যে ৫৩৯ জন কে ৫ কেজি করে ৫.৩৯ টোন চাল দেওয়া হয়েছে এছাড়াও শতা হিসেবে ৫৩৯ কেজি ডাল ৫৩৯ কেজি লবণ ৫৩৯ কেজি চিনি ও ১ হাজির ৭৮ লিটার তৈল দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার স্থানীয় সাংবাদিককে জানান উপজেলার কেউ খাদ্য কষ্টে থাকলে মোবাইল ফোনে কল করলেই তাঁকে তালিকাভুক্ত করে খাদ্য সহায়তা দেওয়া হবে। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিবেদক: মো. জামাল হোসেন