ফেসবুকে লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের ঘটনায় হাজীগঞ্জে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক মো. শিহাবউদ্দিন উপজেলার ৬নং বড়কুল ইউনিয়নের মল্লিক বাড়ীর বিল্লাল হোসেনের ছেলে। আটক যুবক ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত বলে নিশ্চিত করেছে পুলিশ।
এ ঘটনায় হাজীগঞ্জ থানার (সেকেন্ড অফিসার) এসআই মোস্তাক আহমেদ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আহসানউল্যাহ জানান, বিল্লাল হোসেনের পুরো পরিবারটিই জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত। বিভিন্ন সময় শিহাবউদ্দিন আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করে থাকে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা মানহানিকর কুরুচিপুর্ণ তথ্য প্রচার ও দেশবিরোধী তথ্য প্রচার করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোসহ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অপরাধে আটক যুবক শিহাবউদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার আটক শিহাবউদ্দিনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,২১ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur